বাঁকুড়ার হাঁসপাহাড়ির জঙ্গল থেকে জীবিত সদ‍্যজাত কন‍্যা সন্তান উদ্ধার

26th May 2020 বাঁকুড়া
বাঁকুড়ার হাঁসপাহাড়ির জঙ্গল থেকে জীবিত সদ‍্যজাত কন‍্যা সন্তান উদ্ধার


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : আর পাঁচটা দিনের মতোই মঙ্গলবারও বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের হাঁসপাহাড়ির জঙ্গলে একশো দিনের কাজের প্রকল্পে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা । আচমকাই জঙ্গল থেকে দিনে দুপুরে ভেসে আসে একটি শিশুর কান্না । প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও কিছুক্ষন পর শ্রমিকরা বুঝতে পারেন শিশুর কান্নার শব্দ জঙ্গলের ভেতরের দিক থেকেই আসছে । এরপর কান্নার শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতর কিছুটা এগোতেই একটি সদ্যজাত কন্যা সন্তানকে মাটিয়ে শুয়ে কাঁদতে দেখেন শ্রমিকরা । দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতিতে । এরপরই ঘটনাস্থলে ছুটে এসে সুস্থ ও স্বাভাবিক ওই কন্যা সন্তানকে উদ্ধার করে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজি । সেখানেই আপাতত ঠাই হয়েছে সদ্যজাত ওই কন্যা সন্তানের । জেলা প্রশাসনের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছে  ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।